পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় আজ শুক্রবার (৭ মার্চ) ষ্টেশন বাজারের দলীয় কার্যালয়ে পূর্বধলা উপজেলা বিএনপি আয়োজনে সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য এ এস এম শহিদুল্লাহ্ ইমরান বলেছেন সারাদেশে বিএনপি’র বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি খুব তাড়াতাড়ি বর্তমান সরকারের কাছে জাতীয় নির্বাচনে দাবি করছে। সেজন্যই ঘোষণা ও আসছে। এ নিয়ে নানান ষড়যন্ত্র চলছে। সাংবাদিকদের অনুরোধ করে বলেন, দেশকে পিছিয়ে নেওয়ার জন্য একটি গোষ্ঠী মহল ষড়যন্ত্র করছে আপনাদের লেখনীর মাধ্যমে বাংলাদেশকে স্বাভাবিক ও গণতান্ত্রিক অবস্থায় যেনো ফিরে আসতে পারে এ ব্যাপারে আপনাদের ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান বলেছেন বিএনপির কোন নেতা কর্মী কোন জায়গায় অপকর্মের সাথে জড়িত হয় দল থেকে বহিষ্কার করা হবে। বিএনপির দলের রাজনীতি করবে এবং অপকর্ম করবে তার দায় দায়িত্ব বিএনপি নিবে না। আমাদের পূর্বধলা উপজেলা অন্যান্য উপজেলার থেকে অনেক ভালো পরিবেশ, চেষ্টা করছি যেনো সবাই যেনো সুন্দরভাবে অবস্থান করতে পারেন। বিএনপি’র কোন পর্যায়ের যে যত বড় নেতা হোক দল কোন অপকর্মের দায় নেবে না এবং বিএনপির রাজনীতি করতে দেওয়া হবে না। আমাদের মত পার্থক্য থাকতে পারে, যে যার সাথে রাজনীতি করেন, কোন অপকর্মের সাথে যুক্ত হবেন না।
সাংবাদিকদের অনুরোধ করে বলেন, বিএনপি যে ভালো কাজ গুলি করবে সেগুলি আপনাদের লেখনীর মাধ্যমে তুলে ধরুন। তেমনি বিএনপি’র কোন নেতাকর্মী বিএনপি’র নাম নিয়ে কোন অপকর্ম তাদেরকে উপস্থাপন করুন। আমি আপনাদের পাশে থাকব।
তিনি আরও বলেন, আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই এ উপজেলায় যারা অপকর্ম করবে বিএনপি রাজনীতি সে করতে পারবে না। বিএনপি আপনারা বিগত দিনে যা দেখেছেন, আগের বিএনপি এখন আর নেই বিএনপির নতুন এক ধারার রাজনীতি শুরু করেছে। বর্তমান সময়ে কোন নেতাই গুরুত্বপূর্ণ না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে দিয়েছেন যদি রাজনীতি করতে হয় মাঠে-ঘাটে থাকতে হবে জনগণের সাথে থাকতে হবে এবং যে ভালো কাজ করবে মাঠ থেকে যে রিপোর্ট পাবে সে অনুযায়ী দল সিদ্ধান্ত নিবে কে মনোনয়ন পাবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আহমদ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আব্দুর গনি, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম এ মান্নান, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাশিদ প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে এসময় পূর্বধলা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, পূর্বধলা প্রেসক্লাব সদস্য নুর উদ্দিন মন্ডল দুলাল, কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ এমদাদুল ইসলাম, দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি জুবায়ের হোসেন বাচ্ছু, আজকের আরবান স্টাফ রিপোর্টার নাহিদ আলম, মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি সাকিব আব্দুল্লাহ প্রমুখ।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।