পূর্বধলা( নেত্রকোনা)প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় বেসরকারি সাহায্য সংস্থা সেরা ও সেবার উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় আগিয়া ইউনিয়নের খারছাইল গ্রামে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও ছাগল (২৯জানুয়ারি) বুধবার বিকেলে বিতরণ করা হয়েছে।
সেরার নির্বাহী পরিচালক এস এম মুজিবর রহমান’র সভাপতিত্তে সাংবাদিক মোঃ এমদাদুল ইসলাম এর উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন সেরার সিনিয়র জেলা ম্যানেজার মোঃ আলী উসমান, জেলা ম্যানেজার মোঃ শফিফুল ইসলাম, পূর্বধলা উপজেলা ম্যানেজার মোঃ আমিনুল আলম, ইউপি সদস্য মোঃ এরশাদ ফকির প্রমুখ। ছাগল ও শীতবস্র বিতরণের সময় উপকারভোগী ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।