পূর্বধলা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে পূর্বধলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এএসএম শহীদুল্লাহ ইমরান।
আজ (২ জানুয়ারি) বৃহস্পতিবার বিকালে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আহমেদ আলী সরকার, বিএনপি নেতা হাজী আব্দুল গণি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান, আজিম উদ্দিন তালুকদার আরশাদ, ডা. লতিফুর রহমান, মো. গোলজার আহমেদ, ডা. আব্দুল আজিজ, শেখ আবদুর রাশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা ফিরোজ আকন্দ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার, আসাদুজ্জান ডানো, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আনিসুজ্জামান আনিস সহ সাংবাদিক বৃন্দ।
মতবিনিময় শেষে নেত্রকোনা জেলা বিএনপির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এএসএম শহীদুল্লাহ ইমরান সাংবাদিকদের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।