নেত্রকোনা প্রতিনিধি:
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার ” প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার নেত্রকোনায় জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্দ্যোগে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ও সম্মণনা প্রদান করা হয়েছে। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য নেত্রকোণা জেলার তিনটি সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। এরা হলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতি, সেরা, এবং আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা প্রশাসক বনানী বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা প্রদান করেন।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির পক্ষে নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, সেরার পক্ষে নির্বাহী পরিচালক এস এম মুজিবুর রহমান, এবং এআরএফবি’র পক্ষে চেয়ারম্যান দিলওয়ার খান সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, বাংলাদেশ জামায়াতে ইসলামির জেলা জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শেখ হাসনাত জনি, এবং সরকারি-বেসরকারি পর্যায়ের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিবসটির মূল আয়োজনে সমাজসেবায় বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়