ময়মনসিংহের ত্রিশালে জমকালো উৎসবমুখর পরিবেশে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনে ভোট গ্রহণ চলে। সন্ধ্যায় নির্বাচন কমিশনার ও ত্রিশাল সরকারি নজরুল একাডেমির সাবেক প্রধান শিক্ষক একেএম কামরুল হাসান ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে রফিকুল ইসলাম ছাতা প্রতীক নিয়ে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন চেয়ার প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে জিয়াউর রহমান গরুর গাড়ী প্রতীক নিয়ে ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াহিদুজ্জামান ফুটবল প্রতীক পেয়েছেন ৩৮ ভোট।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ী হয়েছেন, আব্দুর রশীদ,সালাউদ্দীন আহমেদ (সহ সভাপতি),আবুল বাশার খোকন(যুগ্ম সাধারণ সম্পাদক),সেলিম সারোয়ার(সাংগঠনিক সম্পাদক),আসাদুজ্জামান(কোষাধ্যক্ষ),আল আমিন(দপ্তর সম্পাদক),এমদাদুল হক মিলন(প্রচার সম্পাদক),তারিকুল আলম,সাইদুজ্জামান সেলিম,আলাল উদ্দীন, আবুল কায়েস (সম্মানিত সদস্য)।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬১জন। এতে ১৩টি পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রধান নির্বাচন কমিশনার একেএম কামরুল হাসান জানান, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ত্রিশাল দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট প্রদান করেছেন।