পূৃর্বধলা প্রতিনিধি :
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিবন্দী নেত্রকোনার পূর্বধলায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (৬ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান, সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আখতার ও উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম উপজেলার জারিয়া ও ঘাগড়া ইউনিয়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, উপজেলার জারিয়া ইউনিয়নের জারিয়া পূর্বপাড়া, পশ্চিমপাড়া, নাটেরকোনা, জামিয়া ইসলামীয়া জারিয়া-নাটেরকোনা মাদ্রাসার অস্থায়ী আশ্রয় কেন্দ্র, নাটেরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রসহ ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া, কালিকাপুর, ও বাইঞ্জা গ্রামে প্রায় তিন শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল,ডাল, তৈল, চিনিসহ অন্যান্য শুকনা খাবার বিতরণ করা হয়।
এদিকে কংস নদের পানি এখনও উপজেলার জারিয়া পয়েন্টে বিপদ সীমার ১৫ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।গত ২৪ ঘন্টায় নেত্রকোনার জারিয়া-ঝানজাইল পয়েন্টে ৩১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ইতোমধ্যে আজ রবিবার পৌনে ৬টার দিকে উপজেলার নাটেরকোনা আনসার ক্যাম্পের পশ্চিম পাশের এলাকায় দামপাড়া পানি ব্যবস্থাপনা প্রকল্পের বেড়িবাধটি ভেঙ্গে গেছে। বন্যায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গতদের সহায়তায় জন্য পর্যাপ্ত ত্রাণের প্রয়োজন রয়েছে ।