পূর্বধলা, (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোণার পূর্বধলায় বিএনপির দলীয় সাবেক সাংসদ ডাঃ মোহাম্মদ আলী’র ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপি’র উদ্যোগে (৩ অক্টোবর) বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার আগে সাবেক সাংসদের কবর জিয়ারত অনুষ্টিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদারের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিনের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রিীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটি’র সদস্য ও প্রয়াত সাংসদের স্ত্রী অধ্যক্ষ রাবেয়া আলী , বিশেষ অতিথি ছিলেন,নেত্রকোনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম ফরাস সুজাত, নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু,বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: রুহুল আমিন ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইসতিয়াক আহমেদ বাবু, যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ারুল ইসলাম আনার, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আশরাফ হোসেন তালুকদার, বিশকাকুনি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আতিকুর রহমান রণক সহ যবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় অনুষ্ঠানে বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিনি ২০১২ সালে ৩ অক্টোবর মৃত্যুবরণ করেন। আলহাজ্ব ডা. মোহাম্মদ আলী বিএনপি থেকে নেত্রকোণার পূর্বধলা ও ময়মনসিংহের ধোবাউড়া ১৬১ (নেত্রকোনা-৫)আসন থেকে মনোনয়ন পেয়ে ১৯৯৬ সালে এবং ২০০১ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।