পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
” ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে সাংবাদ সম্মেলন করেছে পূ্র্বধলা উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। মঙ্গলবার (৩০ জুলাই) উপজেলা প্রসাশন ও মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদিউজ্জামান (৩০ জুলাই থেকে ০৫ আগষ্ট) সপ্তাহব্যাপী তাদের এই কার্যক্রমের বিষয়গুলো স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন। কর্মসূচির মধ্যে রয়েছে সংবাদ সম্মেলন, মাইকিং এ প্রচার প্রচারণা, উদ্বোধনী অনুষ্ঠান, র্যালী, অভিযান পরিচালনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রশিক্ষণ প্রদান ও মৎস্য খাদ্য বিতরণ, মৎস্য বিষয়ে কুইজ প্রতিযোগিতা, পোনা মাছ অবমুক্ত করণ, পরামর্শ সেবা, মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান ইত্যাদি। সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।