পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ (৫ জুলাই)শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের উদ্বোধন । পূর্বধলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ১৬১, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম,পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ আব্দুল্লাহ আল আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনি রানী কর্মকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক আহনাফ হোসেন, পূর্বধলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ হাসানুজ্জামান রাফি সহ জনপ্রতিনিধি,সাংবাদিক ও দর্শক।অনুষ্ঠান উপস্থাপন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ঘাগড়া ইউনিয়ন ও বিশকাকুনী ইউনিয়ন একাদশ। বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নের ১১টি দল এই খেলায় অংশগ্রহণ করবে।