সিরাজুল ইসলাম
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় অদ্য ২৭/৬/২৪ইং তারিখ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা হলরুমে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফুজ্জামান খান, উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প, হরিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ এস এম আলমগীর সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শ্রীঃ নগেন কুমার পাল, উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ রুবেল হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক সরকার, হরিপুর থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সহ বিজিবি কমান্ডার, আনসার বাহিনীর অফিসার, এবং ফায়ার সার্ভিস বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গন বিভিন্ন দাপ্তরিক অফিসার কর্মচারীসহ সকল ইলেকট্রনিকস মাল্টিমিডিয়ার সাংবাদিক গন। এসময় বক্তারা উল্লেখ্য করেন বলেন,উপজেলায় মাদক বিরোধী অভিযানে সর্বদা সদাতৎপর থাকতে হবে, চোরাচালান ও বাল্যবিবাহ,বন্ধে সার্বক্ষনিক যার যার নিজ দ্বায়িত্ব কঠোর ভাবে পালন করতে হবে। এছাড়াও সভায় আইনশৃঙ্খলার বিষয় নিয়ে বিস্তার আলোচনা করা হয় এবং আইনশৃঙ্খলা নিয়ে যে সকল সমস্যা আছে তা দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।