নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণায় পিপলস ওরিয়েন্টেড পোগ্রাম ইমপ্লিমেন্টেৃশান (পপি) এর স্কেলিং আপ ফোরকাস্ট ব্ইেজড অ্যাকশন এন্ড লানিং ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে “পূর্বাভাসের তথ্য বিশ্লেষনের জন্য ইন্টারপ্রেটার পুল উদ্দ্যোগে কেয়ার বাংলাদেশ সহযোগীতায় উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ ।
উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার সকল সেক্টরের কর্মকর্তা বৃন্দ এবং খালিয়াজুরী
উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, প্রানী সম্পদ কর্মকর্তা, মেন্দিপুর ইউনিয়ন ও কৃষ্ণপুর ইউনিয়নের ইউপি সদস্য, শিক্ষক ও ধর্মীয় নেতারা।
প্রশিক্ষক হিসাবে ছিলেন কেয়ার বাংলাদেশের টেশনিক্যাল কোঅর্ডিনেটর উৎকলিত রহমান, এ্যাডভোকেসি পলিসি এন্ড কমিউনিকেশন অফিসার আতিকা খান । এছাড়া আরো উপস্থিত ছিলেন রাইমস এর প্রশিক্ষক ও আবহাওয়া বিশেষজ্ঞ খান মোহাম্মদ গোলাম রব্বানী এবং আনিকা তাবাছ্ছম সহযোগীতায় ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম প্রকল্প অফিসার।