মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্য দিয়ে মঙ্গলবার (১১জুন) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এ নির্বাচনে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন।
এদের মধ্যে রাকিব খাঁন ৫৭৮
ভোট পেয়ে প্রথম, মো. সোহেল রানা ৫৫৯ ভোট পেয়ে দ্বিতীয়, মো.আসলাম খাঁন ৫৫৬ ভোট পেয়ে তৃতীয়, মনির হোসাইন ৪৭০ ভোট পেয়ে চতুর্থ ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মারিয়া আক্তার ৫৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
উল্লেখ্য, রশুনীয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ১২০৬ জন ও ভোট কাষ্ট হয়েছে ৯৯৭। ভোট গণনা শেষ হয় সন্ধ্যা ৭ টায়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমি সুপারভাইজার ও
প্রিজাইডিং অফিসার মো.খোকন মিয়া