পূর্বধলা( নেত্রকোনা) প্রতিনিধি, পূর্বধলায় স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত “অভাব নয়,সীমাহীন লোভই দুর্নীতি বিস্তারের প্রধান কারণ” এই বিষয়কে নিয়ে নেত্রকোনার পূর্বধলায় আজ( ১১ জুন) মঙ্গলবার পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়’র হলরুমে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্টিত হয়েছে।ফাইনালে উপজেলার ২ টি বিদ্যালয় অংশগ্রহণ করে। হিরণপুর উচ্চ বিদ্যালয় ও সাধুপাড়া উচ্চ বিদ্যালয়। বিজয়ি হয় হিরণপুর উচ্চ বিদ্যালয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মফিজ উদ্দিন ফকিরে’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক রতন সম্মানিত’র উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান,উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন বিভাগীয় উপসহকারি পরিচালক ইব্রাহিম খলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, পূর্বধলা সরকারি কলেজে’র প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা জেএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে’র প্রধান শিক্ষক বাবুল চন্দ্র সরকার,উপজেলা পরিসংখ্যান অফিসার জাহিদ আলম,সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহতাব উদ্দিন খান, পূর্বধলা জেএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে’র সহকারি প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন,প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ অন্যেরা।