পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পূর্বধলা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব বাজেটর আওতায় উপকারভোগীদের ৩ দিনব্যাপী দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১জুন) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান।
পূর্বধলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পূর্বধলা শাখার (ইউসিসিএ) সভাপতি মোঃ মজিবর রহমান। ৯, ১০, ও ১১ জুন খ্রিঃ তারিখে ৩ দিনব্যাপী দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেছেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা তাজবীর মোস্তফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম মিয়া, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পূর্বধলা শাখার পরিচালক শফিকুল ইসলাম খান।
৩ দিন ব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, পূর্বধলা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ এম এম এ আওয়াল তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলমগীর কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহাজাদী ও উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী জুবায়ের আল মাহমুদ।
এ সময় ৪০ জন সুফলভোগী সমিতি ও দলের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় তাদের মধ্যে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণে প্রত্যেক সুফলভোগীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।