ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় অত্র জেলায় ৮ই জুন শনিবার আইন শৃঙ্খলা রক্ষার্থে জেলায় মাদক বিরোধী অভিযান চালনো হয়। জেলার হরিপুর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উক্ত থানাধীন ০১ নং গেদুড়া ইউপির অন্তর্গত মেদনীসাগর (নোনাডাঙ্গী) গ্রামস্থ ধৃত আসামী জামাল (৪০), পিতা- মৃত খতিব উদ্দিন, মাতা- মোছাঃ মালেকা বেগম, সাং- মেদিনী সাগর (নোনাডাঙ্গী), থানা- হরিপুর, জেলা- ঠাকুরগাঁও এর বসতবড়ির ভিতর থেকে ১৩৫ (একশত পয়ত্রিশ) গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।