পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি”স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় আজ শনিবার (৮জুন) উপজেলা (ভূমি) অফিসের আয়োজনে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সামনে মৃত্তিকা ভবনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আক্ততার।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আইয়োব আলী, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: নিজাম উদ্দিন, সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তপন কুমার আচার্য্য, বিশকাকুনী ইউনিয়নের ভুমি সহকারী কর্মকর্তা মো: ফজলু মিয়া, গোহালাকান্দা ইউনিয়নের ভুমি সহকারী কর্মকর্তা মো: আব্দুল মজিদসহ, ভুমি সহকারী কর্মকর্তা মো: খসরুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তাগণ।
সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আক্ততার জানান, ভূমি সেবা সপ্তাহ চলবে ৮জুন থেকে ১৪জুন পর্যন্ত। এ সময় উপজেলার প্রতিটি ইউনিয়নের ভূমি অফিসগুলোতে ভূমি সেবা প্রদান করা হবে এবং ভূমির মালিকানা, খাজনা, খারিজ, রেকর্ড সংক্রান্ত সকল তথ্য জানার জন্য সেবা দেওয়া হবে।