নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক শিকদার (৩৫) নামের এক পল্লী বিদ্যুৎ এর লাইন ম্যানের মৃত্যু হয়েছে।
শনিবার (০১ জুন ) বিকালে উপজেলার হোগলা ইউনিয়নের গোপীনাথখিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক শিকদার নেত্রকোনার চল্লিশা বাজার এলাকার হাজি আবুল কাসেমের ছেলে। তিনি পূর্বধলা জোনাল অফিসের আওতাধীন হোগলা অভিযোগ কেন্দ্রের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পূর্বধলা জোনাল অফিসের ডিজিএম গোলাম মূর্তজা জানান, শনিবার বিকালে লাইনম্যান মানিক শিকদার হোগলা ইউনিয়নের গোপীনাথখিলা গ্রামে বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে মানিক শিকদারকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। কিন্তু পথেই মানিক শিকদারের মৃত্যু হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, বিষয়টি আমি খোঁজ নিয়েছি আমাকে এখন পর্যন্ত নিহতের পরিবার বা বিদ্যুৎ অফিসের কেউ কোন কিছুই জানায়নি।