মো.ফরহাদ,মুন্সীগঞ্জ:
দীর্ঘ দিন ধরে সেচের পানির সমস্যায় ভুগছে সিরাজদিখানের আবিরপাড়া গ্রামবাসী। তাই মা-বাবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো.শাহজালালের উদ্যোগে ও অর্থায়নে সেচ পানির পাম্প স্থাপন করে সাধারণ কৃষকের সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজদিখান উপজেলা রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া এলাকায় সাধারণ মানুষের সেচ- পাম্প স্থাপন ও উদ্ধোধন করা হয়েছে। এতে এলাকার কয়েকশত কৃষক সেচ-পাম্পের পানির সংকট দূর হয়েছে বলে জানায় স্থানীয়রা।
স্থানীয়রা বলেন, শাহজালাল (পান কবিরাজ) সবসময় বিপদে আপদে আমাদের পাশে দাঁড়ান। আমাদের কৃষি জমি গুলো নষ্টের পথে চলে গেছে পানির অভাবে। কৃষকরা শাহজালালকে জানালে তিনি তার নিজস্ব অর্থায়নে সেচ পাম্পের কার্যক্রম শুরু করেন। এর মাধ্যমে আজ থেকে আমাদের আর কষ্ট করতে হবে না, তাই ওনার প্রতি আমরা কৃতজ্ঞ।
আবিরপাড়া রুবেল দেওয়ান বলেন, আমাদের জমির ফসল ঘরে নিতে পারি না। পানির অভাবে ফসল নষ্ট হয়ে যায়। শাহজালাল (পান কবিরাজ) তার নিজস্ব অর্থায়নে আমাদের কৃষকের জন্য একটি সেচ-পাম্প স্থান করে দেন। আমরা যেন ভালো ভাবে ফসল উৎপাদন করতে পারি।
এ সময় আবিরপাড়ার রুবেল দেওয়ানের পরিচালনায় উপস্থিত ছিলেন, মা বাবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো.শাহজালাল (পান কবিরাজ), কৃষক আব্দুল হাসেম,আল-আমিন, রুবেল মাদবর প্রমুখ।