একজন মায়ের কথা
কামরুন্নাহার জান্নাত
আমি একজন মা
আমি হলাম সংসামের দাসী,
সারাদিন প্ররিশ্রম করি কেবলই,
সকলের মুখে ফুটাতে হাসি।
আমি হই কারো স্ত্রী, আবার হই কারো মা, এতোগুলো পরিচয় থাকতে কেবল আমার নিম্নে নামটাই অজানা,
একটি সংসারের বউ বলে, কাজ আমার কতো, সবার অর্ডার শুনতে আমি দাঁড়িয়ে থাকি তীর্থের সেকের মতো!
একটি সংসারের বউ বলে, আমি সংসারের হাল ধরি, দুঃখ-বেদনা কাটিয়ে কেবল, সারাদিন পরিশ্রম করি।
আমি একজন মা আমি ‘হলাম সংসারের দাসী আমি আমার একটাই বৈশিষ্ট্য বুকে কষ্ট, মুখে হাসি!