পূর্বধলা (নেত্রকোনা ) প্রতিনিধি:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় আজ (১০ মার্চ) রবিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে’র উদ্যোগে বর্ণাঢ্য র্যালি,দুর্যোগ সচেতনতামূলক মহড়া, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বধলা জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসানে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন,বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহামেদ রাজ্জাক সরকার।
স্বাগত বক্তব্য রাখেন ও উপস্থাপনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মো. আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মো.নিজাম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.আলমগীর কবীর, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম মাজহারুল ইসলাম রানা প্রমুখ। কর্মসুচীতে পূর্বধলা ফায়ার স্টেশনের উদ্যোগে দুর্ঘটনা রোধকল্পে কিভাবে দ্রুত আগুন নেভাতে হয় তার মহড়া দেওয়া হয়। তাছাড়া বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন ধরনের প্র¯ু‘তি নিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে’র শিক্ষক, শিক্ষার্থী,দপ্তরে’র প্রধান, রাজনৈতিক সংগঠনে’র নেতৃবৃন্দ সহ অন্যেরা উপস্থিত ছিলেন।