পূর্বধলা (নেত্রকোনা ) প্রতিনিধি:
শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে নেত্রকোণার পূর্বধলায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা আজ (১৭ ফেব্রুয়ারি) শনিবার উপজেলা প্রশাসন ও প্রথমিক শিক্ষা অফিসের উদ্দ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান’র সভাপতিত্বে ও রেবেকা সুলতানার সঞ্চালনায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করেন নেত্রকোনা ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীবৃন্দ।
উল্লেখ্য,৫৪টি ইভেন্টে উপজেলার ১১টি ইউনিয়নের ৫৯৪ জন শিক্ষাথী প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। এ সময় আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাবিহা ইসলাম এর নৃত্য দেখে মুগ্ধ হয়ে ঐ স্কুলকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন প্রধান অতিথি আহমদ হোসেন (এমপি)। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।