সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি;
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ০১ নং গেদুড়া ইউনিয়নের অন্তর্গত কাঠালডাঙ্গী বিওপি, সীমান্ত পিলার নং ৩৬৯/ ০৩ এস এবং ০২ এস, এর মাঝামাঝি ভারতের অভ্যন্তরে, ভারত নারগাও ক্যাম্প ভারতের সীমানার মধ্যে ।
গত ০৩/১২/২৩খ্রিঃ তারিখ ২২:৩০ ঘটিকা হতে ০৪/১২/২৩ তারিখ ০৬:০০ ঘটিকার মধ্যে যে কোন সময় বাংলাদেশী নাগরিক মৃত জহুরুল ইসলাম(২৩), পিতা- মোঃ আব্দুল বাসেত, সাং গেরুয়াডাঙ্গী, থানা -হরিপুর, জেলা – ঠাকুরগাঁও সহ আরো অনেকে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করে কাঁঠালডাংঙ্গী বিওপির, সীমান্ত পিলার নং ৩৬৯/৩ এস ও ০২ এস এর মাঝামাঝি ভারতের অভ্যন্তরে, ভারতের নারগাঁও ক্যাম্পের সীমানায় পৌঁছলে, ভারতের নারগাও ক্যাম্পের বিএসএফ তাদের উদ্দেশ্য গুলি করে । ভারতীয় নারগুন ক্যাম্পের বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নাগরিক জহুরুল ইসলাম আহত হয়ে ভারতে ইসলামপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে । অদ্য ০৭/১২/২৩ তারিখ ১৪:৩০ ঘটিকার সময় (বিজিবি – বিএসএফ) এর পতাকা বৈঠক এর মাধ্যমে মৃত জহুরুল ইসলাম এর লাশ তার ভাই এর নিকট হস্তান্তর করা হয়। সীমান্ত এলাকায় বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।