পূর্বধলা (নেত্রকোনা ) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ পূর্বধলা আসনে আওয়ামীলীগে’র মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামীলীগে’র সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। আজ (৩০ নভেম্বর) বৃহস্পতিবার মনোনয়ন জমার শেষ দিন ব্যপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বিপুল সংখ্যক নেতা কর্মী সহ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল ইসলাম এর নিকট মনোনয়ন পত্র জমা দেন। এ সময় সঙ্গে ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা আওয়ামীলীগে’র যুগ্ন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল,
সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন , সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, ছাত্রলীগের সাবেক আহবায়ক ও বর্তমান আওয়ামী লীগ নেতা আবুল কালাম তালুকদার, আওয়ামী লীগ নেতা মিজনুর রহমান মজিবুর, মোহাম্মদ কফিল উদ্দিন খান, আকাইদুল ইসলাম, যুবলীগ নেতা শহিদুল ইসলাম আংগুর, আনিসুর রহমান রুবেল সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজমূল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে তার পক্ষে গত ২৭ নভেম্বর সোমবার মনোনয়ন পত্র গ্রহণ করেন।