পূর্বধলা (নেত্রকোনা ) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় ট্রাক ও যাত্রীবাহী সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শ্যামগঞ্জ-বিরিশরি সড়কের বামনখালী ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, শরাফত আলী (৩২) পারভেজ আলী (৩৩) ও হাসান মিয়া (২৮)। এদের মধ্যে শরাফত ও পারভেজের বাড়ি নারায়নগঞ্জ এলাকায় ও হাসান মিয়ার বাড়ি সিরাজগঞ্জ জেলার গুনেরগাতী এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম।
স্থানীয় পুলিশ সূত্রে জানায়, মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ থেকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজি নেত্রকোনার দুর্গাপুরে যাচ্ছিল। এ সময় উপজেলার বামনখালী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৮৩৬৭) সিএনজিটিকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই ১ অজ্ঞাতনামা নারী (৫৫) মারা যায়। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা আরেক যুবক (২৫) মারা যায়। এসময় আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ট্রাক ও সিএনজি চালক পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ ট্রাক ও সিএনজিটিকে জব্দ করে থানায় নিয়ে আসে।