পূর্বধলা (নেত্রকোনা ) প্রতিনিধি:
“পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” এই প্রতি প্রতিপাদ্যে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর’র উদ্যোগে পাট উৎপাদন চাষী দিনব্যাপী প্রশিক্ষণ আজ (২০নভেম্বর) সোমবার উপজেলা পরিষদ সভাক্ষে অনুষ্ঠিত হয়েছে। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ ১ম সংশোধিত প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষনে উপজেলার ৭৫ জন পাট চাষী অংশগ্রহণ করেন।
উক্ত প্রশিক্ষন উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা পাট কর্মকর্তা মোঃ শামসুল ইসলাম,প্রমূখ। দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা, ড.সালমা লাইজু, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান রোমালী।