বাগেরহাট প্রতিনিধি
শেখ হুমায়ুন কবিরকে আহবায়ক ও লুৎফর রহমান তালুকদারকে সদস্য সচিব করে বাগেরহাটে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শেখ কাওছার আহম্মেদ স্বাক্ষরিত পত্রে এই কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, মোঃ ফরহাদ হোসেন আকুঞ্জী, অধ্যক্ষ ঝিমি মন্ডল, সুপার্থ কুমার মন্ডল, শেখ মনিরুজ্জামান, অবনি মোহন বসু, মোঃ সোহেল হোসেন, জি.এম আব্দুস সালাম, মোঃ আসাদুজ্জামান, মোঃ সরোয়ার হোসেন, শেখ বেলাল উদ্দীন, উত্তম কুমার পাল, মল্লিক আব্দুস সত্তার, ফকির মনিরুজ্জামান, রমেশচন্দ্র খান, এস এম সোহেল রানা, বিজয় কৃষ্ণ বাওয়ালী, মোঃ রেজাউল কবির, মোঃ মালেক হাওলাদার ও গোলাম কুদ্দুস মাতব্বর।
নবগঠিত কমিটির আহবায়ক শেখ হুমায়ুন কবির বলেন, দেশের সর্ববৃহৎ ও প্রাচীন এই শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) বাগেরহাট জেলা কমিটি মেয়াদ উত্তীর্ন হওয়ায় কেন্দ্রীয় কমিটি এই আহবায়ক কমিটি অনুমোদ করে। সরকারী ও বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের বেতন ও ভাতার বৈষম্য দুর করতে এই কমিটি কেন্দ্রীয় কমিটির হাতকে শক্তিশালী করবে বলে তিনি আশা করেন।