সিরাজুল ইসলাম (হরিপুর) ঠাকুরগাঁও প্রতিনিধি।:
ঠাকুরগাওয়ের হরিপুরে কাঠালডাঙ্গী বিওপির দায়িত্বাধীন গেদুড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে, ব্যাটালিয়ন (৫০ বিজিবি,) সীমান্ত ফাঁড়ী, ও সীমান্ত সংক্রান্ত অপরাধ, সীমান্ত হত্যা অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, গবাদিপশু এবং মাদকদ্রব্য সহ যে কোন ধরনের চোরাচালান, শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে জনসচেতনতা মূলক সভার আয়োজন করা হয়, উক্ত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন( ৫০ বিজিপি) এর অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ, মোঃ ইব্রাহিম হোসেন ৫০ ব্যাটালিয়ন বিজিবি কোম্পানি কমান্ডার, এবং হরিপুর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ ফিরোজ ওয়াহিদ ও জনাব মোঃ তরিকুল ইসলাম ইউপি চেয়ারম্যান গেদুড়া ইউনিয়ন পরিষদ। সাংবাদিক মোঃ সুজা চৌধুরী, সভাপতি হরিপুর উপজেলা প্রেসক্লাব। সাংবাদিক মোঃ গোলাম রাব্বানী, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা, সদস্য হরিপুর উপজেলা প্রেসক্লাব। মোঃ আব্দুর রহিম ৪নং ওয়ার্ড ইউপি সদস্য। মোঃ মুনজুরুল আলম ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য এবং স্থানীয় এলাকার শিক্ষক, ইমাম, রাজনীতি বীদ গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক শ্রমিক বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ জনগণ।
উক্ত সভায় প্রধান অতিথি (৫০) ব্যাটালিয়ান বিজিবির ঠাকুরগাঁও অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ বলেন, সীমান্তবর্তী এলাকার জনসাধারণের অবৈধভাবে সীমানা পারাপার না হওয়া, অতিক্রম না করা, সীমান্ত শূন্য লাইন অতিক্রম না করা, ভারতীয় জমিতে চাষাবাদ না করা, বিশেষ করে আখ, ভুট্টা ও পাটসহ তিন ফুট উচ্চতার বেশি ফসল চাষাবাদ না করা, গবাদী পশু, চরানোর সময় সীমান্ত অতিক্রম না করা, সীমান্তবর্তী নদীতে মাছ ধরতে ও সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ না করা, মাদকদ্রব্য সহ যেকোনো ধরনের চোরাচালানের সাথে জড়িত না হওয়ার প্রেষণামূলক ভাবে বক্তব্য প্রদান করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলার প্রেসক্লাব সভাপতি মোঃ সুজা চৌধুরী তিনি,বলেন, সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে সবাইকে সচেতন থাকতে হবে।বিজিবি প্রধান সুবেদার ইব্রাহিম হোসেন বলেন, বর্তমানে ভারতের বর্ডার ফোর্স বিএসএফের আগ্রাসী মনোভাব লক্ষ্য করা যাচ্ছে, যেমন ২০২৩ সালের অক্টোবর মাসে রতনায়ী সীমান্তে গরুর ব্যবসায়ীকে হত্যা করে লাশ তাদের অভ্যন্তরে নিয়ে যায় এবং দুইদিন পরে লাশ ফেরত দেয়। আমরা চাই না বাংলাদেশের নাগরিক মারা যাক। আপনারা সচেতন থাকবেন,এটাই আমাদের কাম্য। চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, আপনারা নিজেরাই নিজেকে সচেতন করার চেষ্টা করবেন।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক এবং বিভিন্ন পেশা শ্রেণীর সাধারণ জনগন। উক্ত আলোচনা সভায় সভাপতির, আদেশক্রমে দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ করা হয়।