বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাগেরহাট জেলা শাখা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে বাস স্টান্ড দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওঃ মাহফুজুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি ফকির শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওঃ মোশারফ হোসেন, যুবনেতা এস আবুবকর, ছাত্র নেতা মাওঃ হোসাইন আহম্মদ, মাহাবুব হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার এর আগেও রাতে ভোট দিয়েছে। বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগের পালিত নির্বাচন কমিশন। গতকাল (১৫ নভেম্বর) যে তফসিল ঘোষণা করা হয়েছে, আমরা তা বাতিল চাই। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন না দিলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হব।
তারা আরো বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে নির্বাচনী তফসিল ঘোষণা জনগণের সঙ্গে তামাশার শামিল। দলীয় সরকারের বাইরে নিরপেক্ষ সরকার ছাড়া যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তা দেশের জনগণ কোনভাবেই মেনে নিবে না।##