বাগেরহাট প্রতিনিধি
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই উপকূলীয় জেলা বাগেরহাটে থেমে থেমে গুড়ি-গুড়ি বৃষ্টি হয়েছে। এছাড়া সকাল থেকে মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ। এমন অবস্থায় মোংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। নি¤œচাপটি বন্দর থেকে ৬৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে উত্তাল রয়েছে সাগর। মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রুপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী দুই থেকে তিনদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। পাশাপাশি উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। তিনি আরও জানান, গভীর নিম্নচাপের প্রভাবে বাগেরহাটসহ দেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্র বন্দর গুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। যে কারনে মোংলা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া নি¤œচাপের প্রভাবে রাতের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
এদিকে ক্রমান্বয়ে ঘনীভূত হয়ে উঠায় বৃহস্পতিবার সকাল থেকে বাগেরহাট জেলা ও মোংলা বন্দরসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সকাল থেকে বাগেরহাট জেলা জুড়ে বৃষ্টি হচ্ছে।
অপরদিকে, চলতি মাসের শুরুতেই সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে শুঁটকি মৌসুম। বিভিন্ন চরে এ মৌসুমের প্রথম দফায় আহরিত মাছও শুকিয়েছেন জেলেরা। নি¤œচাপের ফলে সেসব শুকনো, আধা শুকনো ও কাচা মাছের ক্ষয়ক্ষতির আশঙ্কার দুশ্চিন্তায় পড়েছেন সাগর পাড়ের দুবলার চরের হাজারো জেলে-মহাজন।
সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শুঁটকির ক্ষতির পাশাপাশি সাগর উত্তাল থাকায় জেলেদের মাছ ধরাও বিঘিœত হচ্ছে। মৌসুমের শুরুতেই দুর্যোগের কবলে পড়ায় আর্থিক ক্ষতিতে পড়বেন জেলেরা।