দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিএনপি’র তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ নভেম্বর বুধবার দুপুরে পৌর শহরের কাচারি মোড় এলাকা থেকে তাদেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো,দুর্গাপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রফিক,যুগ্ম-আহ্বায়ক মোঃ ইলিয়াস আব্বাসী, যুগ্ম-আহ্বায়ক ও বিরিশিরি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আজিজুল হক ফকির।
এদিকে বিএনপির নেতাদের দাবি,তাদের আন্দোলন দমনের উদ্দেশ্যে বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ার মিয়া বলেন,চলতি বছরের ২৬ শে মার্চ দুর্গাপুর থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় তিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।