মো. ফরহাদ, মুন্সীগঞ্জ :
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার উপজেলার বাউশিয়া এলাকায় চলন্ত মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আবু সুফিয়ান (৩৪) নামে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রিফাত মল্লিক জানান, শনিবার রাত ১০টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকায় ১০ থেকে ১২টি মোটরসাইকেলে অন্তত ২৫ জন উপস্থিত হয়। এ সময় তারা মিনিবাসের গতিরোধ করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে তার আগেই মিনিবাসটি পুড়ে যায়।
এদিকে দুর্বৃত্তরা মিনিবাসে থাকা আবু সুফিয়ান নামে একজন যাত্রীকে মিনিবাস থেকে নামিয়ে মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ওয়ার্ড বয় জলিল আহমেদ জানান, আহত ব্যক্তির শরীরে শুরু মারধরের চিহ্ন রয়েছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান এ বিষয়ে জানান, সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।