বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণার পূ্র্বধলায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রোববার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, পুলিশ হত্যা, সাংবাদিকদের মারধর, অপরাজনীতি ও হরতালের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউনের মধ্যে দিয়ে একটি প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হরতাল বিরোধী একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শান্তি ও উন্নয়ন সমাবেশে মিলিত হয়।
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য সদস্য ও পূ্র্বধলা উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকারের সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান আওয়ামী লীগ নেতা আবুল কালাম তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মুজিবুর, বোটেরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ খোকন, কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন খান, জারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা, আগিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, সাবেক ছাত্রনেতা আকাঈদুল ইসলাম, শহিদুল ইসলাম আঙ্গুর, হারুন অর রশিদ, মুকুল কায়সার আকন্দ, লুৎফুর রহমান, মাহবুবুল আলম কাজল, শেখ মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন খোকন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি রেজাউল করিম লেলিন, সাধারণ সম্পাদক মাসুদ ইবনে আইয়ুব তুষার, যুগ্ন সাধারণ সম্পাদক নাজিম খান, সম্মানিত সদস্য মানিক মুন্সী, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, রুহুল সরকার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজওয়ান মাসুদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।