পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনে’র উদ্যোগে আজ (২২ অক্টোবর) রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সামাজিক-সম্প্রীতি বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান মো. শাহীন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মফিজুল হক, পূর্বধলা প্রেসক্লাবে’র সভাপতি জুলফিকার আলী শাহীন, উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বেগম লুৎফা, পূর্বধলা প্রেসক্লাবে’র সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম,
গোয়ালাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, আগিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সানোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার ভাদুরী, সাংবাদিক মোহাম্মদ এমদাদুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, ট্রাইবাল এসোসিয়শনে’র সভাপতি মনেশ নকরেক, প্রধান শিক্ষক মোঃ আসলাম মিয়া, শিক্ষার্থী নুর আলম নাহিদ প্রমুখ।