পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র আত্নার মাগফেরাত কামনায় এবং বাংলাদেশ সরকার এর প্রধানমন্ত্রী শেখপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) পূ্র্বধলা উপজেলার সকল মসজিদের ইমামগণদের নিয়ে জুম্মার নামাজের পর বারদার গনি মার্কেট মোড় এলাকায় ১৬১ নেত্রকোণা-৫ ( পূর্বধলা ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও রোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম সোহেল এর আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সেখানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া কওমিয়া দারুল উলুম সেহলা মাদ্রাসার মুহতামিম মাওঃ আহাম্মদ হোসাইন পীর সাহেব, পূ্র্বধলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওঃ নূর মোহাম্মদ, যাত্রাবাড়ী জামে মসজিদের ইমাম নূর ইসলাম, পূ্র্বধলা স্টেশন মসজিদের ইমাম মাওঃ ইসলাম উদ্দিনসহ উপজেলার প্রায় সকল মসজিদের ইমামগণসহ উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ১৬১ নেত্রকোণা-৫ ( পূর্বধলা ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও রোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম সোহেল, পূর্বধলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, আওয়ামী লীগ নেতা ও বিজয়পুর স্থল বন্দর উন্নয়ন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আজিজ, আওয়ামী লীগ নেতা জাহিদ হাসান কাঞ্চন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আরশাদ শেখ, উপজেলা যুবলীগ নেতা ফরিদ আহমেদ রাজীব, উপজেলা যুবলীগ নেতা ও রোজা ফাউন্ডেশনের সভাপতি রুবেল হাসান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পূ্র্বধলা উপজেলা শাখার আহ্বায়ক শাহিনুল ইসলাম শাহীন, উপজেলা যুবলীগ নেতা সুজাত সরকার, আমীর আলী উজ্জল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন রাজন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহাবিব ইসলাম রাব্বি প্রমুখ।