পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় ৯শ’৬৫পিস ইয়াবাসহ সোহেল (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার বৈরাটি ইউনিয়নের নিজ আলমপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোহেল ওই গ্রামের কিতাব আলীর ছেলে। পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ নিজ আলমপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় ৯শ’৬৫পিস ইয়াবাসহ সোহেলকে আটক করে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করে।