মো. ফরহাদ, মুন্সীগঞ্জ :
ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে( বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ওমপাড়া ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এবং অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল হাসান ( ৪৮ )এবং আহত আবুল হাসান ফরিদপুর জেলার নগরকান্দা থানার মোকসেদপুর এলাকার বাসিন্দা বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মুখি মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আইল্যান্ডে ধাক্কা লেগে ঘটনাস্থলেই কামরুল হাসান নিহত হয় এবং আবুল হাসান গুরুতর আহত হয়। আহত আবুল হাসান শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি রয়েছে।
এ বিষয়ে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে। নিহত ও আহত ব্যক্তি দুইজনেই ফরিদপুর জেলার নগরকান্দা থানার বাসিন্দা। নিহতের লাশ হাইওয়ে থানায় রয়েছে।