মুন্সীগঞ্জে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়ার আমির আনিসুর রহমানসহ তিন সদস্যের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে শুনানি শেষে মুন্সীগঞ্জ আমলি আদালত-৬ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজনিন আক্তার এ আদেশ দেন। অপর দুই জঙ্গি সদস্য হলেন কাজী সিরাজ উদ্দিন ও মাহফুজুর রহমান ওরফে বিজয়।
মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইনচার্জ জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিনজনের বিরুদ্ধে লৌহজং থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) তাদের আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা লৌহজং থানার পরিদর্শক সাইফুল ইসলাম। শুনানি নিয়ে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রোববার (২৩ জুলাই) দিনগত রাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বড় নওপাড়া এলাকা থেকে ‘জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়া’র তিন সদস্যকে গ্রেফতার করে র্যাব। এসময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী পুস্তিকা ও নগদ অর্থ উদ্ধার করা হয়। পরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরা হয়।
র্যাব জানান, আমির আনিসুর রহমান জামাতুল আনসার প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। মাদরাসা থেকে দাওরায়ে হাদিস পড়া শেষ করে তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকার একটি সিএনজি স্টেশনে ব্যবস্থাপক হিসেবে চাকরি করতেন। এর আগে হরকাতুল জিহাদের (হুজি) সদস্য ছিলেন। চাকরি করার সময় কুমিল্লার একটি খাবারের দোকানে জামাতুল আনসারের আমির মাইনুল ইসলাম (রক্সি) ও ফেলানি নামের দুই সদস্যের সঙ্গে তার পরিচয় হয়। ২০২১ সালে মাইনুল গ্রেফতার হলে আনিসুর আমির হন।