” নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নেত্রকোনার পর্বধালয় আজ (২৫ জুলাই) মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্দ্যোগে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। সপ্তাহ ব্যাপী কর্মসুচির মধ্যে রয়েছে মাইকিং র্যালি পুরস্কার বিতরণ পোনা মাছ অবমুক্তকরণ পরামর্শ সেবা প্রামাণ্য চিত্র প্রদর্শন। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এর সভাপতিত্বে উপ-সহকারি কৃষি কর্মকর্তা উদ্ভিদ সংরক্ষণ মো.রফিকুল ইসলাম সবুজে’র উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, স্বগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার সারোয়ার হোসাইন,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পূর্বধলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মদ রাজ্জাক সরকার,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এম এ আওয়াল,কৃষি অফিসার কৃষিবিদ আলমগীর কবীর, আওয়ামীলীগে’র যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন বকুল সহ অন্যেরা। এ সময় সভায় জানানো হয় ২৪-৩০ জুলাই ৭ দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ পলিত হবে।