দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের পানমহাল এলাকা থেকে ৮০ পিস ইয়াবাসহ মো. জুয়েল মিয়া(২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার(২৫জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে সোমবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত মো. জুয়েল উপজেলার গুদারিয়া গ্রামের মৃত আদম আলীর ছেলে।
পুলিশ জানায়,ঐ যুবক পৌরশহরের পান মহাল এলাকায় মাদক বিক্রির জন্য আসলে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক(এসআই)মো. শফিউল আলম জানান,আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।