দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা পর শ্রমিক শামীম মিয়ার (২০) মরদেহ উদ্ধার হয়েছে।
সোমবার(২৪জুলাই)দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলেই মরদেহ ভেসে উঠে, পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। এর আগে রবিবার(২৩জুলাই)সকাল ৮টার দিকে সোমেশ্বরী নদীর ১নং বালুমহালের খামারখালী নামক স্থানে নৌকাডুবে নিখোঁজ হয় শামীম। তার বাড়ি উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল গ্রামে।
স্থানীয় ও নৌকায় থাকা প্রত্যক্ষদর্শীরা জানায়,নৌকায় বালু লোড নিয়ে ফেরার পথে অপর একটি বালুবাহী নৌকার ধাক্কায় নৌকাটি পানির নিচে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা আটজন শ্রমিকের মধ্যে নদী সাঁতরে সাত শ্রমিক কিনারায় ফিরে আসে। কিন্তু শামীম নামের একজন শ্রমিক নদীতে নিখোঁজ হন। এরপর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও সন্ধান পাওয়া যায়নি। পরে ২৪ জুলাই দুপুর আড়াইটার দিকে লাশ ভেসে উঠে।
দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান,ঘটনাস্থলেই নিখোঁজ শামীমের লাশ ভেসে উঠেছে। পরিবারের কাছে লাশটি হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।