ইকবাল ভূঁইয়া,আটপাড়া নেত্রকোনা প্রতিনিধি।
নেত্রকোনা ৩ আসনে জনপ্রিয়তার শীর্ষে সাবেক সাংসদ জনাব ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী রাজনীতির মাঠে এমন চিত্রই ফুটে উঠেছে দলীয় নেতা -কর্মী ও সাধারণ জনগণের মাঝে।
গত তিনবার আওয়ামীলীগ ক্ষমতায় এবং তিনবারেই আওয়ামীলীগের দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন।তাঁদের মধ্যে বিচার বিশ্লেষণ করার সুযোগ থাকায় এরকম কথা ভেসে বেড়াচ্ছে নেত্রকোনা ৩ আসন নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে।
দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা কালে এমপি থাকাকালীন সাবেক সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, এমপি দলীয় গ্রুপিংয়ে জড়িত না থাকায় এবং দলের ভিতর মাইম্যন রাজনীতি প্রতিষ্ঠা না করায় দলবল নির্বিশেষে সকল মানুষের মাঝে আগামী দ্বাদশ নির্বাচনে সাবেক সাংসদ ইফতিকার উদ্দীন তালুকদার পিন্টু, এমপি’র দলীয় মনোনয়ন নেতাকর্মীদের মাঝে আশীর্বাদ বলে মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী দলীয় অনেক নেতাকর্মীই। সততা এবং দলের নেতাকর্মীদের মাঝে সব সময় গ্রুপিংয়ের উর্ধ্বে থেকে এবং মাইম্যন রাজনীতি না করে সংসদ সদস্য হিসেবে মেয়াদ কাল শেষ করায় নেতা কর্মীদের মাঝে তিনি স্হান করে নিয়েছেন। তিনি এমপি থাকাবস্হায় এলাকায় অনেক উন্নয়ন সাধিত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক শীর্ষ নেতা জানান সাবেক সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, এমপি দলীয় নেতাকর্মীদের মাঝে সব সময় গ্রুপিংয়ের উর্ধ্বে থেকেছেন, সততা ছিল তার প্রধান গুন ফলে কেন্দুয়া-আটপাড়া নির্বাচনী আসনে তাঁকে দলীয় মনোনয়ন দিলে সকল নেতাকর্মীদের মাঝে আবারও আশার আলো ফিরে আসবে। তিনি কখনো ব্যাক্তিকে প্রাধান্য দেননি,তাঁর কাছে সব সময় দল প্রাধান্য ছিল। তিনি ত্যাগী নেতাদের খেয়াল করতেন।
এখানে আরো উল্লেখ্য যে, নেত্রকোনা ৩ (আটপাড়া কেন্দুয়া) আসনে ছোট বড় মিলিয়ে প্রায় শ’তিনেক মাদ্রাসা রয়েছে এবং তাঁর আমলে এসব মসজিদ মাদ্রাসায় যথেষ্ট উন্নয়ন ও সরকারি বিভিন্ন অনুদান প্রদান করেছেন যার ফলে ভোটের মাঠে অন্যদের তুলনায় তার অবস্থান অনেক শক্তিশালী।@