“অন্তিম প্রণয় যাত্রা”
দিলপিয়ারা খানম
+++++++++++++++++++
চাওয়া—পাওয়ায় উর্ধ্বে তুমি আমি দুজনেই
শর্তহীন, স্বার্থহীন কথোপকথন ছিল শুধু মনের লেনাদেনা।
হঠাৎ তুমি বার্তাহীন ভাবে নির্বাসনে দিলে।
আহ! কি যে যাতনা,
সে কি বলা যায়?
এখনো ভাবি আসবে কি গো তুমি,
অন্তিম প্রণয়যাত্রা কালে
একটি কালো গোলাপ হাতে করে।
বিষাক্ত কালো নিশি যাপনের অবাধ্য ইচ্চেগুলো রঙহীন বর্ণহীন যাতনায় বিদীর্ণ করে দেয় আমায়
অদৃশ্য রক্ত ক্ষরণে ক্ষত করেছে বারংবার।
বহুকাল পর হয়েছিল দেখা কোন এক শুভক্ষণে
তোমার দূরদর্শিতায়।
শুধু একবার দৃষ্টি পড়েছিল মায়াবী নয়নে
আবারও বাঁধা পড়েছিলাম মন পবনের নায়।
বিশ্বাসে ভরসাতে তুমি হলে উর্ধ্বে
হাওয়ায় যখন ভাসবে খবর
আরেকবার এসো তুমি
আমার শেষ যাত্রাকালে।
ভাবনাগুলো তোমায় ঘিরে
ইচ্ছে গুলো দিলাম ছড়িয়ে।
যদি তুমি পড়ে থাক,
আমার এখুদে বার্তা
তবে কি তুমি
আসবে আবার ফিরে ঝড়ো হাওয়ার বেগে,
বেদনার নীল চাদর জড়িয়ে নাকি সুখ উল্লাসে?