, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূ্র্বধলায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ। শনিবার ( ১৫ জুলাই ) দুপুরে উপজেলার হোগলা ইউনিয়নের পাটরা-দামপাড়া উচ্চ বিদ্যালয়ের সাথে কংস নদ থেকে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শনিবার বেলা সাড়ে বারোটায় স্থানীয় লোকজন পাটরা-দামপাড়া উচ্চ বিদ্যালয়ের সাথে কংস নদে ওই অজ্ঞাত ব্যক্তির লাশটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক মহোদয়কে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এসময় আনুমানিক ৩৫ বছরের এক অজ্ঞাতনামা
ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ আংশিক পচন ধরেছে। ধারণা করা হচ্ছে উজান থেকে ভেসে আসা লাশটি আনুমানিক ৪/৫ দিন আগের। এই ঘটনার বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।