ইকবাল ভূইয়া আটপাড়া নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা -৪ মোহনগঞ্জ মদন খালিয়াজুড়ি আসনের সংসদ সদস্য মরহুমা রেবেকা মমিন এমপি’র মৃত্যুতে নেত্রকোনা -৩ কেন্দুয়া -আটপাড়া আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
নেত্রকোনা-৪ ( মদন- মোহনগঞ্জ – খালিয়াজুরি) আসনের সংসদ সদস্য সাবেক খাদ্য মন্ত্রী আব্দুল মমিন এমপি’র সহধর্মিণী রেবেকা মমিন এমপি ঢাকাস্হ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ই জুলাই মঙ্গলবার ভোর সাড়ে চারটায় ইন্তেকাল করেন।
১১ই জুলাই বিকাল ৬ টায় নেত্রকোনার মোহনগঞ্জে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মরহুমার মৃত্যুতে আরো গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও সাবেক বাংলাদেশ যুব মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভাটি বাংলার প্রিয় নেত্রী অধ্যাপিকা অপু উকিল এমপি, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বানিয়াজান ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ফেরদৌস রানা আন্জু।