পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু
পূর্বধলা প্রতিনিধি
প্রকাশের সময় |
মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
১১১
বার পঠিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত (২৮) নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ( ১১ জুলাই ) সকাল পৌনে নয়টার দিকে জারিয়া-ময়মনসিংহ রেলপথের পূর্বধলা উপজেলার ৩৪৯/৭-৮ পিলারের পাশে উপজেলা সদরের তারাকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পূর্বধলা রেল স্টেশনের কর্তব্যরত বুকিং সহকারি মো. আব্দুল মোমেন জানান, আজ সকালে জারিয়া থেকে ময়মনসিংহ গামী ২৭১ নং আপ লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারী মারা যায়। শ্যামগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হারুন-অর রশিদ জানান, এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।