সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাজ গ্রামের মসজিদে দানকৃত কাঠাল নিলাম কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৪০ জন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জন কে পুলিশ আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রের মতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কল ইউনিয়নের হাসনাবাজ গ্রামে মসজিদে দানকৃত একটি কাঠাল নিলামে তোলা এবং দাম হাকাঁনো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু”পক্ষের সংঘর্ষে ৩জন নিহত এবং উভয়পক্ষের ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ৩জনকে আটক করেছে। তবে আরো ২/৩ জনের অবস্থা আশংঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়।