নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালিত হয়েছে। পূর্বধলা উপজেলার সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে আজ (২৪ জুন) রোববার পূর্বধলা ইলাশপুর চৌরাস্তা নামক স্থানে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
এর আগে আন্দোলনকরারী ৯ দফা দাবী বাস্তবায়নের লক্ষে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, পূর্বধলা থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর স্মারকলিপি প্রদান করেন। প্রায় এক ঘন্টা মানববন্ধন চলাকালীন সময়ে আন্দোলনকারীরা প্রতীকী লাশ হয়ে রাস্তায় শুয়ে ও ট্রায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
এ সময় রাস্তার চার পাশে দীর্ঘ যানজটের সৃস্টি হয়। কর্মসুচীতে বক্তব্য রাখেন যুবলীগ নেতা শহিদুল ইসলাম আঙ্গুর, পূর্বধলা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোস্তাক আহমেদ খান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বদরুল আলম ঝুমন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোনতাসির মাসুদ খান ফাহিম, স্বপন চন্দ্র সরকার, আরিফুজ্জামান আরিফ, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি হৃদয় খান নাঈম, সাধারণ সম্পাদক ইশরাক আহমেদ তাইফ, সাজু আহমেদ, সোলায়মান কবির পাপ্পু, শামীম হোসেন মীর, পিয়াস মীর প্রমুখ।
খবর পেয়ে নেত্রকোনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক, পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ প্রিন্স ও পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় আন্দোলনকারীদের সাথে কথা বলে তাদের দাবী বাস্তবায়নের আশ্বাস দিলে আন্দোলনকারীরা তাদের আন্দোলন স্থগিত করেন। ।
৯দফা দাবীর মধ্যে রয়েছে পুরো সড়কে রোড ডিভাইডার স্থাপন করা, ওভারলোডিং স্কেল চালু করা, ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালানো বন্ধ করা, শ্যামগঞ্জ-বিরিশির মহাসড়কে থ্রী হুইলার নিষিদ্ধকরণ, সকাল ৮ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত বালুবাহী ট্রাক চলাচল নিষিদ্ধকরণ, ভেজা বালু বাহী ট্রাক চলাচল নিষিদ্ধকরণ, নির্দিষ্ট দূরত্ব পর পর পুলিশ বক্স স্থাপন করা এবং সার্বক্ষণিক তদারকি করা, বালু বাহীর ট্রাক চলাচলের সময় তা ত্রিফাল দিয়ে ঢেকে পরিবহন নিশ্চিত করা ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা।
উল্লেখ্য এই সড়কে অতিরিক্ত বালুবাহী ট্রাক ও কাভারভ্যানের বেপরোয়া গতিতে চলাচলের কারনে কিছুদিন পরপরই মৃত্যুসহ দুর্ঘটনা ঘটে। সর্বশেষ গত ১৫ জুন বৃহস্পতিবার রাত ১১টায় সিএনজিযোগে বাড়ি ফেরার সময় বালুবাহী ট্রাকের চাপায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফরিদুজ্জামান রিফাত মারা যান। এসব দুর্ঘটনার প্রতিকার চেয়েই এ কর্মসুচী পালিত হয়।