পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনা জেলা প্রশাসক কর্তৃক আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে পূর্বধলা উপজেলায় ২৮ টি বাজার অস্থায়ী পশুর হাট হিসেবে ইজারা প্রদানের জন্য( ১৯ জুন) অনুমোদন প্রদান করেছেন। সেই প্রেক্ষিতে আগামী ২১ জুন ২০২৩ তারিখ সকাল ১১ঃ০০ টায় উন্মুক্ত ডাক এর মাধ্যমে ইজারা প্রদান করা হয়েছে। ইজারা নিতে আগ্রহী ব্যক্তি/ডাককারীগণ নীতিমালা মেনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত থেকে উন্মুক্ত ডাকে অংশগ্রহণ করে ইজারা নিয়েছেন।
ঈদের সময় পর্যন্ত অস্থায়ী পশুর হাটগুলি চলার অনুমতি পাবেন । উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন অস্থায়ী পশুর হাটগুলি নীতিমালা মেনে ইজারা নিয়েছেন। কোনো ব্যক্তি ইজারার নিয়ম ভংগ করলে তাৎক্ষনিক ইজারা বাতিল করা হবে। বাজার গুলিতে নিয়মিত মনিটরিং টিম থাকবে এবং উপজেলা প্রাণী সম্পদ অফিসের টিম সেই সাথে আইনশৃংখলার বহিণীও নিয়মিত থাকবে।
বাজার গুলো হলো ১। চাঁন্দের বাজার ২। ভিকুনিয়া বাজার ৩।পূবর্-ভিকুনিয় মাঠখলা বাজার ৪।ঘাগড়া বাজার ৫।কাপাসিয়া বাজার ৬।খাটুয়ারি আদর্শ বাজার ৭। মৌদাম ঈদগাহ মাঠ বাজার ৮।বাড়হা বোর্ড বাজার ৯। বাড়হা চৌরাস্তা বাজার, ১০। জারিয়া বাজার, ১১। নলুয়া পাড়া নবী নগর বাজার ১২। দেওটুকুন বাজার ১৩। জামধলা বাজার ১৪। দত্তকুনিয়া বাজার বাজার ১৫। নারায়নডহর বাজার ১৬। সিন্দুররাটিয়া শান্তি মার্কেট ১৭।আগিয়া বাজার ১৮। পদুরকান্দা বাজার, ১৯। সরিস্তলা বাজার ২০।খলিশাউড় খান পাড়া জামে মসজিদ ২১। পাবই বালুচরা বাজার ২২। ফাজিলপুর ২৩। হাবিবপুর নতুন বাজার,২৪। পাইকুড়া করোনা বাজার,২৫। ভূগি কদম তলী ডাইলের বাজার ২৬। মহিমা বাজার,২৭।মাথাং বাজার,২৮। কাঠাখালি বড়ই বাড়ি চৌরাস্তা মোড় করোনা বাজার।