পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে’র ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন এর উদ্দ্যোগে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আজ (২৮মে) রোববার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্তে পরিচালিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, পূর্বধলা থানার ওসি তদন্ত মোঃ মাসুদ হাওলাদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আলম তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মফিজুল হক,উপজেলা প্রশিক্ষক মোকসেদা জামান,সাংবাদিক মো:এমদাদুল ইসলাম, প্রমূখ।এ সময় বিভিন্ন দপ্তরে’র প্রধান,শিক্ষক,শিক্ষার্থী ,সামাজিক ও রাজনৈতিক সংগঠনে’র ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।