ইকবাল ভূইয়া আটপাড়া নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোণার আটপাড়া তেলিগাতীতে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতামূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ মে) বেলা ১২ টায় আটপাড়া থানা পুলিশের আয়োজনে তেলিগাতীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আটপাড়া থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার৷ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা পুলিশ সুপার
ফয়েজ আহমেদ,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ৷ এছাড়াও আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা, বীরমুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমদ প্রমূখ।